ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে খুলনা বিভাগ। ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৫ ম্যাচে খুলনার দ্বিতীয় জয় এটি। দুর্দান্ত জয়ে টেবিলের তলানী থেকে পঞ্চম স্থানে উঠে গেছে খুলনা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিজয়ের ১০১ রানের ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে ১৮০ রান করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করতে পারে ঢাকা।
খুলনার হয়ে ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। ৯০ মিনিট উইকেটে টিকে থেকে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান খু্লনার এই ওপেনার।
বিজয়ের সঙ্গে লড়াই করেন নুরুল হাসান সোহান। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার। আজিজুল হাকিম তামিম ১৮ ও ইমরুল কায়েস ১৪ রানে আউট হন।
ঢাকা বিভাগের হয়ে লড়াই করেন তাইবুর রহমান ও মাহিদুল হাসান অঙ্কন। পঞ্চম উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি করেও দলকে জয় উপহার দিতে পারেননি তারা। তাইবুর ৪১ বলে ৬৩ আর ২৩ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন অঙ্কন।
খুলনার হয়ে ৩ উইকেট শিকার করেন জাইদ উল্লাহ। ঢাকার হয়ে ২ উইকেট নেন নাজমুল ইসলাম অপু।
মন্তব্য করুন