ডেস্ক রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার কার হাতে এনসিএল শিরোপা?

দেখতে দেখতে শেষদিকে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। প্রায় ১৪ বছর পর চালু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। আগামীকাল দুপুর ১২.৩০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) ফাইনালের আগের দিন সিলেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়ককে নিয়ে হলো আনুষ্ঠানিক ফটোসেশন। সংবাদ সম্মেলনে ফাইনাল নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন, রংপুর অধিনায়ক আকবর আলী ও ঢাকা মেট্রো অধিনায়ক নাঈম শেখ।

গ্রুপ পর্বে টানা ৭ ম্যাচ জিতে সবার আগে শেষ চার নিশ্চিত করে ঢাকা মেট্রো। অধিনায়ক নাঈম শেখও ফাইনালের আগে সেই ধারাবাহিকতা ধরে রাখাতেই বিশ্বাসী। ফাইনালে্র আগে দলের প্রতি কী বার্তা দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রো অধিনায়ক বলেন, ‘আসলে ওভাবে চিন্তা করিনি চাপ নিয়ে খেলব। দলের প্রতি মেসেজ ছিল আমরা একটা একটা করে ম্যাচ খেলব। তেমন বড় কিছু শুরুতেই প্ল্যান করিনি। এরপর যদি ফাইনাল পর্যন্ত যেতে পারি, তবে ড্রেসিংরুমে নিজেদের শান্ত রাখার চেষ্টা করব।’

একই প্রশ্নের জবাবে রংপুর অধিনায়ক আকবর আলী বলেন, ‘দলের প্রতি আমাদের বার্তাটাও একই। হ্যাঁ, অবশ্যই একটা ফাইনাল এটা। তবে সাধারণ একটা ম্যাচ হিসেবেই খেলব। কারণ যখনই ফাইনাল হিসেবে দেখব, অপ্রত্যাশিত কিছু চাপ এসে পড়বে। তাই আমরা ড্রেসিংরুম নরমাল রাখার চেষ্টা করছি।’

গ্রপ পর্বে টানা ৭ ম্যাচ জিতে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচ হারে ঢাকা মেট্রো। পরবর্তীতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ফাইনালে সেই রংপুরকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন নাঈমরা। গ্রুপ পর্বে রংপুর জিতেছিল ৫ ম্যাচ। যে ২ ম্যাচে হেরেছে, তার একটিতে প্রতিপক্ষ ছিল ঢাকা মেট্রো। পুরো টুর্নামেন্ট হিসেব করলে তৃতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন আকবর-নাঈমরা।

প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে তাই জানাশোনাটাও স্বভাবতই বেশি হওয়ার কথা। নাঈমের কথাতেও থাকল সেই সুর, ‘একটা ব্যাপারে আমি নিশ্চিত, ও (আকবর) জানে আমার দলের শক্তি কোথায়। আমিও জানি ওদের শক্তির ব্যাপারে। চেষ্টা থাকবে ঠিক সময়ে ঠিক জিনিসটা করার।

আকবরও বললেন, প্রতিপক্ষ এবং নিজেদের সামর্থ্য-কমতির বাস্তবতা মেনে নিয়েই লড়বেন তারা, ‘আমরা জিম করছিলাম একসাথে। জিমে বলছিলাম এটা আসলে তিন ম্যাচের সিরিজ হয়ে গেছে মেট্রো-রংপুরের (হাসি)। আমরা নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে জানি। চেষ্টা থাকবে মাঠে ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলার পরামর্শ প্রধান উপদেষ্টার

ড্রোন অভিযানে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার অপহৃত ১৮ শ্রমিক

‘ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক, এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে’

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা’

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

উপদেষ্টাকে নিয়ে পার্থের মন্তব্যের ফ্যাক্ট চেক

আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি

১০

লুণ্ঠিত অস্ত্র ও জেল পলাতক আসামিরা এখনও অধরা

১১

দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না : জামায়াত আমীর

১২

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

১৩

মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল

১৪

সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

১৬

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২০০ কক্ষ, প্রাথমিক প্রতিবেদন জমা পেছাল

১৭

মঙ্গলবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

১৮

রিজভীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা রফিকুল ইসলাম

১৯

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই

২০