SN2024
২৮ ডিসেম্বর ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিটনেস নেই, তবুও মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর বাকি মাত্র দুই দিন। কিন্তু সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিপিএলের অনুশীলনেও নেই এই দুই তারকা। সাবেক অধিনায়কের অনুশীলনে না থাকা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। যদিও রাজনৈতিক পরিস্থিতি ও ফিটনেস সমস্যার কারণে মাশরাফির বিপিএলে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।

শনিবার মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনের পর এই বিষয়ে জানতে চাইলে দলটির কোচ মাহমুদ ইমন বলেন, ‘মাশরাফি এখনো আমাদের স্কোয়াডের অংশ। পরিস্থিতি ও ফিটনেসের ওপর নির্ভর করছে সে খেলতে পারবে কি না। যদি ফিটনেস ভালো থাকে এবং খেলার মতো অবস্থায় থাকে, তাহলে অবশ্যই সে মাঠে নামবে।’

মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই সময় লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।

সিলেট স্ট্রাইকার্স ৩১ ডিসেম্বর বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। তবে এই ম্যাচে মাশরাফির খেলার সম্ভাবনা খুবই কম। দলটির কোচ ইমন আরও বলেন, ‘মাশরাফি সিলেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আমরা তার ফিটনেস ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রাখছি। সে যখনই খেলার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে সুযোগ দেব।’

 

মাশরাফি বিপিএলের সর্বশেষ দুই আসরেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন এবং সংসদ সদস্য থাকার পরও মাঠে দাপট দেখিয়েছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি ফিটনেসও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সিলেট স্ট্রাইকার্স কোচ স্পষ্ট করে জানান, ‘মাশরাফি ফিট না হওয়া পর্যন্ত তাকে বিবেচনায় নেওয়া হবে না। তবে আমরা তার জন্য অপেক্ষা করব। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সে ফিট না হয়, তাহলে বিকল্প খেলোয়াড় নিয়ে আসতে হবে। এটি পুরোপুরি তার সিদ্ধান্ত।’

এখন দেখার বিষয়, রাজনৈতিক পরিস্থিতি ও ফিটনেসের বাধা পেরিয়ে মাশরাফি কি আবারও বাইশ গজে ফিরতে পারবেন, নাকি সিলেট স্ট্রাইকার্সকে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলার পরামর্শ প্রধান উপদেষ্টার

ড্রোন অভিযানে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার অপহৃত ১৮ শ্রমিক

‘ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক, এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে’

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা’

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

উপদেষ্টাকে নিয়ে পার্থের মন্তব্যের ফ্যাক্ট চেক

আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি

১০

লুণ্ঠিত অস্ত্র ও জেল পলাতক আসামিরা এখনও অধরা

১১

দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না : জামায়াত আমীর

১২

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

১৩

মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল

১৪

সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

১৬

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২০০ কক্ষ, প্রাথমিক প্রতিবেদন জমা পেছাল

১৭

মঙ্গলবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

১৮

রিজভীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা রফিকুল ইসলাম

১৯

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই

২০