আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।
তবে কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষেই বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।
ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কি না- এ বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামীকাল মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি। আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক শেষ সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব নাসিমুল গনি।
সচিব সাংবাদিকদের বলেন, আগামীকাল অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। কিছু নমুনা বিদেশে পাঠানো হবে বলেও জানান সচিব।
মন্তব্য করুন