ডেস্ক রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার নাটকীয় পরাজয়

অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। জয়ের পথেই থাকা দলটি হঠাৎ করেই ছন্দ হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

১৭৩ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা অনায়াস জয় পাবে বলেই মনে হচ্ছিল। ১৩ ওভার শেষে দলটির স্কোর ছিল বিনা উইকেটে ১২০। কিন্তু ১৪তম ওভারে জ্যাকব ডাফির দুর্দান্ত পেস বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই ওভারে চার বলের ব্যবধানে তিনটি কটবিহাইন্ডে বিদায় নেন কুশল মেন্ডিস (৩৬ বলে ৪৬), কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস (দুজনেই শূন্য রানে আউট)। এতে হঠাৎ করেই ছন্দপতন ঘটে শ্রীলঙ্কার ইনিংসে।

তবে ওপেনার পাথুম নিশাঙ্কা দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেছিলেন। ৬০ বলে ৯০ রানের ইনিংস খেলে তিনি ছিলেন আস্থার প্রতীক। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়, যা তার ক্যারিয়ার সেরা। কিন্তু দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় নিশাঙ্কার প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানে থামে। অন্য কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। তার সঙ্গে ম্যাট হেনরি ও জ্যাকারি ফোকস নেন দুটি করে উইকেট।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। ১০ ওভারের মধ্যে ৬৫ রানে হারায় পাঁচ উইকেট। তবে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের আক্রমণাত্মক ব্যাটিং তাদের ইনিংস ঘুরে দাঁড়ায়। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১০৫ রান।

মিচেল ৪২ বলে ৬২ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছয়। অন্যদিকে, ব্রেসওয়েল মাত্র ৩৩ বলে ৫৯ রান করেন, তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়। শেষ ওভারে দুজনই আউট হন। তাদের দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুইটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্ডো, মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি উইকেট শিকার করেন মাথিশা পাথিরানা।

এই জয়ে নিউজিল্যান্ড সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলার পরামর্শ প্রধান উপদেষ্টার

ড্রোন অভিযানে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার অপহৃত ১৮ শ্রমিক

‘ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক, এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে’

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা’

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

উপদেষ্টাকে নিয়ে পার্থের মন্তব্যের ফ্যাক্ট চেক

আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি

১০

লুণ্ঠিত অস্ত্র ও জেল পলাতক আসামিরা এখনও অধরা

১১

দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না : জামায়াত আমীর

১২

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

১৩

মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল

১৪

সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

১৬

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২০০ কক্ষ, প্রাথমিক প্রতিবেদন জমা পেছাল

১৭

মঙ্গলবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

১৮

রিজভীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা রফিকুল ইসলাম

১৯

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই

২০