তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এক অর্থে অন্তর্বর্তী সরকার না সাংবিধানিক, না বৈপ্লবিক। এজন্য সরকারের জনপ্রিয়তা থাকলেও অসহযোগিতা দেখা যাচ্ছে। সরকারের সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, আমলারা এক ধরনের হুমকি দিচ্ছেন। এই সাহস তারা পেয়েছেন বিগত সময়গুলোতে। সে সময় ক্ষমতার জন্য আমলাতন্ত্রকে ফ্যাসিজমে পরিণত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
আমলাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, এখন সময় জনগণের সেবা দেওয়ার। কিন্তু তারা আন্দোলনের নামে চাকরিনীতি লঙ্ঘন করেছেন। যারা চাকরিনীতি লঙ্ঘন করে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে আগামী সপ্তাহেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলন-আন্দোলন খেলা বা তাদের গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য এত মানুষ জীবন দেননি। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবেন। সেই সংস্কারে তাদেরও মত থাকবে। তাদের কথা শোনা হবে। একটা সংস্কারে তাদের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা নৈতিকতা লঙ্ঘন করেছেন। ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করেছি এবং দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা নাহিদ।
তিনি বলেন, আমাদের ভেতরে একরকম বিভাজন তৈরি হয়েছে। এই যে অভ্যুত্থান হলো-এখানে স্টেকহোল্ডার কার কতটুকু ভূমিকা ছিল, কোন কোন দলের ভূমিকা ছিল। এই একটা ন্যারেটিভ বিভিন্ন জায়গা থেকে আসছে। সংস্কারের আইডিয়াটা হঠাৎ করে আসেনি-দাবি করে নাহিদ বলেন, গত ১৫ বছর ধরেই সংস্কারের কথা আমাদের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলে আসছেন। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো এ নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল। সেটারই ধারাবাহিকতায় এই সরকার সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। ধারাবাহিকভাবে এ সংস্কার সামনেও চলতে থাকবে। উপদেষ্টা বলেন, এই আন্দোলন বা অভ্যুত্থান ধারাবাহিকতার মধ্য দিয়েই হয়েছে। দীর্ঘদিন যারা লড়াই-সংগ্রাম করেছেন তারাই একটা প্রেক্ষাপট তৈরি করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৮ সালের পরে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে তারও একটা ভূমিকা এখানে ছিল।
জুলাই আন্দোলনে শহিদদের স্মরণ করে নাহিদ বলেন, এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তারা তাদের করণীয় করে দিয়ে গেছেন। এখন আমরা যারা জীবিত আছি তাদের উচিত এই আন্দোলনের অতীত দিয়ে নয়, বর্তমান দিয়ে মূল্যায়ন করতে হবে। আমরা যারা জীবিত আছি তারা প্রকৃতপক্ষে কী করতে পারছি এবং ভবিষ্যতে কী করতে পারব তা ভাবতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একদল থেকে আরেক দলে যেভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে সেই সব পথ আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। সেই সরকারকে নামানোর একটাই পথ বাকি ছিল আর সেটা গণ-অভ্যুত্থান। সামনে বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী ক্ষমতা হস্তান্তরের পরিবেশ যেন গণতান্ত্রিকভাবে করতে পারি, সেই নিশ্চয়তা তৈরিতে কাজ করছি আমরা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বারবার আন্দোলন করেছে, জীবন দিয়েছে। কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। ফলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হচ্ছে এটি। নির্বাচনের আগে আমরা এ সমস্যার সুরাহ করে দিয়ে যেতে চাই।
অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে জানিয়ে নাহিদ বলেন, এ ঐক্য এখনো চলমান। জাতীয় স্বার্থে এমন একটা ঐক্য আমরা সবসময় চেয়েছি। এ ঐক্য সবসময় ধরে রাখতে হবে। ভবিষ্যতেও যাতে যে কোনো সমস্যা সমাধানে ব্যক্তি, দল, প্রতিষ্ঠান এক হয়ে কাজ করতে পারি।
তিনি বলেন, আমরা মনে করি, মুজিববাদী বন্দোবস্তের মধ্য দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল, তাতে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী দেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা সংবিধানের কারণেই হয়েছে। ঐক্যের জায়গা রেখে নতুন সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এর প্রতিফলন ঘটাতে চাই।
সরকার বদল হলেও যেন বৈদেশিক নীতির বদল না হয়, সেদিকে গুরুত্বারোপ করে নাহিদ বলেন, বৈদেশিক নীতিতে আমাদের ঐকমত্যের প্রয়োজন। রাষ্ট্রের একটা একক বৈদেশিক নীতি থাকবে। এখানে সরকার ও দল পরিবর্তন হবে; কিন্তু বৈদেশিক নীতি ঠিক থাকবে। বাংলাদেশে একেক দল ক্ষমতায় এলে বৈদেশিক নীতি একেকরকম হয়। এজন্য ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদের বৈদেশিক নীতিতে নতুন করে চিন্তা করা উচিত। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ও ব্যবসাক্ষেত্রেও ঐকমত্যের প্রয়োজন। বিগত সময়ে লুটেরা, পাচারকারী একধরনের ব্যবসায়ী তৈরি করেছে। এর বিপরীতে কীভাবে দেশপ্রেমিক ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করতে পারি, সে বিষয়ে ভাবা উচিত। এগুলোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে। দুর্নীতির নীতি নিয়ে ভাবতে হবে। এসব ঐকমত্যের ওপর আমি জোর দিচ্ছি।
রাষ্ট্র দাঁড় করাতে না পারলে ঐক্য দিয়ে কী করবেন-মাহফুজ : উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাষ্ট্র যদি দাঁড় করাতে না পারেন, তাহলে ঐক্য দিয়ে কী করবেন? রাষ্ট্র দাঁড়ায় প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে। এ প্রতিষ্ঠানগুলো দাঁড় করানোর সম্ভাবনা ১৯৭২ সালেই শেষ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আপনারা নভেম্বরে দেখেছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমাদের পরিকল্পনা আছে, গঠিত কমিশনগুলো নিজেদের প্রস্তাবনা দিলে সব রাজনৈতিক দলের সঙ্গে আবার আলোচনা করব। সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না। কতটুকু সংস্কার সম্ভব? কোনো সংস্কার স্বল্পমেয়াদি এবং কোনটি দীর্ঘমেয়াদি হবে, এ নিয়ে আলোচনার পরই সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য যে প্রস্তাব দিয়েছে, সেগুলো ইতোমধ্যেই অন্তর্ভুক্ত করেছেন কমিশনের প্রধানরা।
মাহফুজ বলেন, যে কোনো ধরনের আলোচনা-সমালোচনা সম্পর্কে সরকার ওপেন আছে। এসব আলোচনা-সমালোচনা সরকার শুনবে।
নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার করে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান আকারে দাঁড় করানো না যায়, তাহলে সরকার রদবদলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে না। কোন সরকার এসে করবে, এটায় না গিয়ে যতটুকু সময় পাব, রাজনৈতিক দলসহ সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার নিশ্চিত করে যাব।
মন্তব্য করুন