ডেস্ক রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাম কমেছে সবজির বাজারে , স্বস্তিতে ক্রেতারা

বেশকিছু সবজি এখন ২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আর ৫০ টাকার ভেতরেই মিলছে অধিকাংশ সবজি। তবে ৮০ টাকা থেকে ১২০ টাকাতেও কোনো কোনো সবজি বিক্রি হচ্ছে। সবজির বাজার হাতের নাগালে থাকায় ক্রেতাদের মাঝেও দেখা দিয়েছে স্বস্তি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, বিজয়সরণী, শেওড়াপাড়া ও ইব্রাহিমপুর এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

ডিসেম্বরের শেষ দিকে এসে শীতকালীন সব ধরণের সবজির দাম আরও কমেছে। মুলা ও শালগম ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেপে ৩০ থেকে ৫০ টাকায়। নতুন আলু ৬০ থেকে ৭০ টাকা ও পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজারে শশা ৫০ টাকা, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৫০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, কড়লা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেপে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুলা ৩০, নতুন আলু ৭০ টাকা, শালগম ৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বাজারটিতে ফুলযুক্ত পেয়াজপাতা ৪০ টাকা ও পেঁয়াজসহ পেঁয়াজপাতা ৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

এই বাজারের সবজি বিক্রেতা জাকির বলেন, বাজারে সব ধরণের সবজির দাম আরও কমেছে। ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। বাজারে এখন সবজির চাহিদাও কম, যোগান বেশি।

রাজধানীর ইব্রাহিমপুর বাজারে দেখা গেছে, পেপে ৪০, লম্বা বেগুন ৫০ টাকা, কালো গোল বেগুন ৬০ টাকা ও প্রকারভেদে সিম ৪০ থেকে ৮০ টাকা। এছাড়া শশা ৫০ টাকা, গাজর ৬০ টাকা ও টমেটো ১২০, কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাতাকপি ৪০ টাকা, ফুল কপি ৩৫ টাকা ও পেঁয়াজপাতা ৫০ টাকা কেজি। পেঁয়াজ ৮০ টাকা ও আলু ৬৫ টাকা কেজি।

ফার্মগেটের বিজয়স্মরণী বাজারে দেখা গেছে, লম্বা বেগুন ৫০, গোল বেগুন ৬০ টাকা, দেশি গাজর ৫০, শশা ৫০ টাকা, টমেটো ১০০, পেপে ৪০, উস্তা ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, সিম ৪০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে, কারওয়ানবাজের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৬০ থেকে ৯৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারে পাবনার দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজিতে বিক্রি হতেও দেখা গেছে। এছাড়া চায়না আদা ১৬০ টাকা, চায়না রসুন ২১০ থেকে ২২০ টাকা, নতুন আদা ১০০ থেকে ১১০ ও নাটোরের রসুন ২৩০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এখানকার পাইকারি বাজারে, পেয়াজা পাল্লা (৫ কেজি) ২৫০ থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বাজারটিতে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫৫ টাক। আর নতুন আলু ২০০ টাকা পাল্লায় (৫ কেজি) বিক্রি হচ্ছে। অর্থাৎ পাইকারি বাজারে নতুন আলু ৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

রাজধানীর বিজয়সরণী বাজারে গরু ৭৫০ টাকা কেজি ও খাশি ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারটিতে ফার্মের মুরগি ২১০ টাকা, পাকিস্তানি ৩১০, দেশি ৫২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর বাজার ঘুরে দেখা গেছে, ১৩০ থেকে ১৪০ টাকা ডজনে ডিম বিক্রি হচ্ছে। বাজারে ডিমের দাম আরও কমেছে।

কথা হলে শাহজাদা নামের একজন ক্রেতা বলেন, বাজারে এখন সবজির দাম কম। তবে চালের দাম বেড়েছে। মুরগির দামও কিছুটা বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলার পরামর্শ প্রধান উপদেষ্টার

ড্রোন অভিযানে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার অপহৃত ১৮ শ্রমিক

‘ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক, এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে’

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা’

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

উপদেষ্টাকে নিয়ে পার্থের মন্তব্যের ফ্যাক্ট চেক

আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি

১০

লুণ্ঠিত অস্ত্র ও জেল পলাতক আসামিরা এখনও অধরা

১১

দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না : জামায়াত আমীর

১২

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

১৩

মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল

১৪

সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

১৬

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২০০ কক্ষ, প্রাথমিক প্রতিবেদন জমা পেছাল

১৭

মঙ্গলবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

১৮

রিজভীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা রফিকুল ইসলাম

১৯

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই

২০