গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘১৯৭১ সালের তরুণরা স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারে নাই, দেশ উল্টো পথে চলছিল। আজ তরুণরা সরকারে আছে, আগামীর সরকারেও থাকবে, বর্তমানে রাজনীতি করছে। তরুণদের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।’
মহান বিজয় দিবসে সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।
নুর বলেন, ‘তরুণদের মনে রাখতে হবে, এই ৫৩ বছরে আমাদের রাজনৈতিক ইতিহাস খুব সুখকর নয়। কেউ কথা রাখেনি। যারাই ক্ষমতায় গেছে তারাই লঙ্কায় গিয়ে রাবনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
মন্তব্য করুন