ডেস্ক রিপোর্ট
৭ নভেম্বর ২০২৪, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের পর এবার বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৩০৮(৪), ৩৫১(৩)(৪) ধারায় বিএনএস রেজিস্ট্রিভুক্ত হয়েছে। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মুম্বাই পুলিশের একটি দল তদন্তের জন্য রায়পুরে গেছে।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টায় একটি ফোন কলের মাধ্যমে শাহরুখ খানকে হত্যার হুমকি দেয়া হয়। ওই ব্যক্তি দাবি করেন, মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতের বাইরে দাঁড়িয়ে তিনি এই ফোন করেছিলেন।

ফোনকারী থানায় ফোন করে বলেন, আমি মান্নাত ব্যান্ডস্ট্যান্ড থেকে শাহরুখ খানকে ফোন করছি। তিনি আমাকে ৫০ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলব।

পুলিশ যখন তাকে হুমকির পেছনের উদ্দেশ্য ও তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন কলার বলেন, এটা কোন ব্যাপার না।

সূত্রের বরাত দিয়ে ভারতের আরেক সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানকে হুমকিমূলক ফোন করেছিলেন ফাইজান নামের এক ব্যক্তি। মুম্বাইয়ের বান্দ্রা থানা ইতোমধ্যেই এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ কল ট্রেস করে তার অবস্থান শনাক্ত করেছে। তারা ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাণনাশের হুমকি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি শাহরুখ খান। তবে এমনিতেই বেশ কিছুদিন ধরে কড়া নিরাপত্তায় বলয়ে আছেন বলিউড সুপারস্টার।

২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর সাফল্যের পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শাহরুখ খানকে ওয়াই প্লাস নিরাপত্তা দেয়া হয়।

এর আগে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি মোকাবিলা করা অভিনেতা সালমান খান এই মাসের শুরুতে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে একটি নতুন হুমকি বার্তা পেয়েছিলেন।

সূত্রের খবর, সালমানকে হুমকি দেয়া ব্যক্তি পাঁচ কোটি টাকা চেয়েছেন, নয়তো মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ভিখা রাম, যিনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলার পরামর্শ প্রধান উপদেষ্টার

ড্রোন অভিযানে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার অপহৃত ১৮ শ্রমিক

‘ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক, এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে’

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা’

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

উপদেষ্টাকে নিয়ে পার্থের মন্তব্যের ফ্যাক্ট চেক

আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি

১০

লুণ্ঠিত অস্ত্র ও জেল পলাতক আসামিরা এখনও অধরা

১১

দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না : জামায়াত আমীর

১২

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

১৩

মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল

১৪

সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

১৬

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২০০ কক্ষ, প্রাথমিক প্রতিবেদন জমা পেছাল

১৭

মঙ্গলবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

১৮

রিজভীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা রফিকুল ইসলাম

১৯

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই

২০