ডেস্ক রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি ছোড়া মিঠুন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি ছোড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। পুুলিশ জানিয়েছে, মিঠুন বিদেশি পিস্তল দিয়ে আন্দোলনে গুলি চালায়। তবে তার ব্যবহৃত পিস্তলটি এখনও উদ্ধার করা যায়নি, সেটি উদ্ধারে অভিযান চালানো হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ সদর দফতর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

তিনি জানান, রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফেনী সদরের সুলতানপুর এলাকার একটি বাসা থেকে মিঠুনকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।

রইছ উদ্দিন বলেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিঠুন প্রকাশ্যে গুলি চালান। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাকে শনাক্ত করি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করি।

পুলিশ জানায়, মিঠুন চকবাজারের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর ‘বিশ্বস্ত সহযোগী’ এবং তার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় তিনি জড়িত ছিলেন।

অস্ত্র উদ্ধারের বিষয়ে উপ-কমিশনার রইছ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন স্বীকার করেছে যে আন্দোলনকে দমন করতে সে অস্ত্র ব্যবহার করেছে। তবে অস্ত্রটি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সেটি একটি বিদেশি পিস্তল, যা সে অন্য কারও কাছ থেকে নিয়েছিল বলে দাবি করেছে। আমরা শিগগিরই অস্ত্রটি উদ্ধারে অভিযান চালাব।

মিঠুন ভারতে পালানোর চেষ্টা করেছিলেন কিনা, এমন প্রশ্নে রইছ উদ্দিন বলেন, গ্রেফতার এড়াতে তিনি বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। আমাদের পাঁচলাইশ থানার একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।

মিঠুনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা রয়েছে বলে জানান তিনি। তবে অন্যান্য মামলায় তার সম্পৃক্ততা থাকলে সেগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলার পরামর্শ প্রধান উপদেষ্টার

ড্রোন অভিযানে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার অপহৃত ১৮ শ্রমিক

‘ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক, এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে’

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা’

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

উপদেষ্টাকে নিয়ে পার্থের মন্তব্যের ফ্যাক্ট চেক

আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি

১০

লুণ্ঠিত অস্ত্র ও জেল পলাতক আসামিরা এখনও অধরা

১১

দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না : জামায়াত আমীর

১২

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

১৩

মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল

১৪

সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

১৬

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২০০ কক্ষ, প্রাথমিক প্রতিবেদন জমা পেছাল

১৭

মঙ্গলবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

১৮

রিজভীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা রফিকুল ইসলাম

১৯

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই

২০